সরকারি নির্দেশনা অমান্যঃ বগুড়ায় ৪৮ মামলায় জরিমানা ৫৪ হাজার ৯০০

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১ ১২:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

সরকারি নির্দেশনা অমান্য এবং লকডাউনের শর্ত ভঙ্গের অপরাধে বগুড়ায় ৪৮টি মামলায় ৫৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর এবং বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্ব দেন। অভিযান চলাকালে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। 

বগুড়া জেলা প্রশাসনের (জে এম শাখা এবং তথ্য ও অভিযোগ শাখা) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের অভিযানে ৮ মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলার মধ্যে- সদর উপজেলা নির্বাহী অফিসারের আদালতে ৭ মামলায় এক হাজার ৩০০ টাকা, ধুনট উপজেলা নির্বাহী অফিসারের আদালতে ২ মামলায় ২ হাজার টাকা, দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এর আদালতে ৮ মামলায় ১২ হাজার ২০০ টাকা, গাবতলী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এর আদালতে ৪ মামলায় ৮০০ টাকা, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের আদালতে ৪ মামলায় ৩ হাজার ৭০০ টাকা, শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এর আদালতে ৪ মামলায় ২৫ হাজার ৫০০ টাকা, শেরপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এর আদালতে একটি মামলায় ৫০০ টাকা, শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এর আদালতে ২টি মামলায় ২০০ টাকা এবং সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের আদালতে৮ মামলায় ৩ হাজার টাকাসহ মোট ৫৪ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।