সিরাজগঞ্জে সাপ ধরতে গিয়ে প্রাণ হারালেন সাপুড়ে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ০৪:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২ বার।

সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারাল জিল্লুর রহমান (৪৫) নামে এক সাপুড়ে।

 

মঙ্গলবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের উপরসিলট গ্রামে এ ঘটনা ঘটে। সাপুড়ে জিল্লুর রহমান ওই গ্রামের সপু প্রামাণিকের ছেলে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরণ আহমেদ জানান, সকালে সাপুড়ে জিল্লুর রহমান পার্শ্ববর্তী নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আলতাব হোসেনের বাড়িতে সাপ ধরতে যায়। এ সময় মাটির ঘরের গর্ত থেকে একটি বিষাক্ত সাপ হাত দিয়ে ধরার সময়ে সাপটি তাকে কামড় দেয়। এ সময় সাপুড়ে জিল্লুর রহমান নিজেই ঝাড়ফুঁক দিয়ে ক্ষতস্থানে গাছগাছরা বেটে লাগিয়ে নেন। পরে সাপুড়ে বিকেলে বাড়িতে ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতা দেখে পরিবারের লোকজন স্থানীয় সাপুড়েদের খবর দিলে ৬-৭ জন সাপুড়ে গিয়ে ঝাড়ফুঁক দেয়। 

 

এক পর্যায়ে সন্ধ্যায় সাপুড়ে জিল্লুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়েন।