বগুড়া পৌরসভার প্যানেল মেয়র হলেন যারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ০৯:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭৯ বার।

দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে। এতে প্যানেল মেয়র-১ হিসেবে পরিমল চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন। তিনি ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া প্যানেল মেয়র-২ হিসেবে ৯ নং ওয়ার্ডের আলহাজ শেখ এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া পৌরসভার নব- নির্বাচিত পৌর পরিষদের ১ম  মাসিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। 

সভায় কাউন্সিলরদের সম্মতিক্রমে প্যানেল মেয়র-১ হিসেবে পরিমল চন্দ্র দাস এবং মেয়র-৩ হিসেবে শিরিন আক্তারকে মৌখিক ভোটে নির্বাচিত করা হয়।

পরে প্যানেল মেয়র-২ পদে আলহাজ শেখ এবং আরিফুল ইসলাম আরিফের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। পরে ২৮জন ভোটারের মধ্যে ১৯টি ভোট পেয়ে নির্বাচিত হয় আলহাজ শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরিফুল ইসলাম ৮ ভোট পান।এছাড়া একটি ভোট বাতিল হয়। 

এর আগে ২৯ মার্চ,  পৌরসভার নব-নির্বাচিত মেয়র হিসেবে রেজাউল করিম বাদশাসহ ২১টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৭টি সংরক্ষিত মহিলা কাউন্সিলেরা দায়িত্ব গ্রহণ করেন।