বগুড়ায় শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ১০:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫৭৪ বার।

বগুড়ায় শিক্ষার্থীদের মেস ছেড়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের করোনার সংক্রমণ বৃদ্ধি ও সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।  পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

এদিকে দ্রুত মেস ছাড়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে বগুড়ার সেউজগাড়ী, জামিলনগর, সবুজবাগ, জহুরুলনগর, পুরান বগুড়া,  কামারগাড়ীসহ অন্যান্য এলাকায় পুুুুুলিশ সদস্যরা শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ দিয়েছে।

মেসে থাকা আতিকুর রহমান আতিক জানান, আগামীকাল(৮ এপ্রিল) সকালের মধ্যে মেস ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। 

সুপ্রিয়া সরকার জানান,  মেস ছাড়ার নির্দেশনা পেয়েছি। তবে সকল পরিবহন বন্ধ থাকায় গ্রামের বাসায় যাওয়া নিয়ে বিপদে পড়েছি। 

এদিকে সিরাজ নামে এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের মেস ছাড়ার কথা বলে হয়েছে। কিন্তু বাসায় থাকলেও মেস ভাড়া আমাদের দিতে বিপাকে পরতে হয়। তাই মেস মালিকদের মেস বন্ধের নির্দেশনা দিলে আমাদের আর ভাড়া দিতে হতো না। 

মেস বন্ধের নির্দেশনার ব্যাপারে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ পুণ্ড্রকথাকে জানান, দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। লকডাউনও ঘোষণা করেছে সরকার। মূলত সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শিক্ষার্থীদের দ্রুত  মেস ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

জেলা প্রশাসক মো. জিয়াউল হক পুণ্ড্রকথাকে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেকই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।