তসলিমা নাসরিনের কড়া সমালোচনায় ইংলিশ ক্রিকেটাররা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ১০:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১ বার।

ইংল্যান্ড ক্রিকেটার মঈন আলীকে নিয়ে বিতর্কিত টুইট করে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ থেকে বিতাড়িত নিষিদ্ধ লেখক তসলিমা নাসরিন। 

 

ইংল্যান্ড দলসহ বিভিন্ন দেশের ক্রিকেটারদের সমালোচনার মুখে টুইটটি সরিয়ে নিয়েছেন তিনি।

আইপিএলে নিজের জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো না রাখার ব্যাপারে আবেদন করেছেন মঈন আলী। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করেছে তার দল চেন্নাই সুপার কিংস। 

 

বিষয়টি নিয়ে টুইটারে তসলিমা নাসরিন লিখেন, মঈন আলী ইংল্যান্ড জাতীয় দলে ক্রিকেট না খেললে সিরিয়ায় আইএসে যোগ দিত। পরে জোফরা আর্চার এর প্রতিবাদ করেন। তার সঙ্গে যোগ দেন বেন ডাকেট। 

পরে ওই টুইটটি মুছে আরেকটি টুইটে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তসলিমা নাসরিন। বিষয়টি ব্যঙ্গাত্মক বলে উল্লেখ করেন তিনি। ক্রিকেটার ছাড়াও বিভিন্ন মাধ্যমের ব্যক্তিরা তার বিরুদ্ধে সমালোচনায় মুখর হন।

এদিকে এ ঘটনায় খেপেছেন মঈন আলীর বাবা মুনির আলী। তিনি এটিকে ‘ইসলাম বিদ্বেষী’ বক্তব্য বলে অভিহিত করেছেন। টুইটারের শব্দ চয়ন দেখেও হতবাক হয়েছেন তিনি।