পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০ বার।

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বুধবার “বিশ্ব স্বাস্থ্য দিবস” পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ. ন. ম. রেজাউল করিম। গেস্ট অব অনার হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। উক্ত ওয়েবিনারে মূল আলোচক হিসেবে তথ্যবহুল উপস্থাপনাসহ বক্তব্য রাখেন পিইউবি বোর্ড অব ট্রাস্টিজ’র ভাইস চেয়ারম্যান ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডা. মোঃ মতিউর রহমান। তিনি বলেন, একটি মানুষের পুষ্টি ঠিক থাকলে করোনা সহ অন্যান্য রোগে আক্রান্ত কম হয়। অনলাইন জুমে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এর জুরি ও রাবি অধ্যাপক প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বিওটির একাডেমিক এ্যাডভাইজার প্রফেসর ড. এম. আমিনুল ইসলামসহ বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্যবৃন্দ। উক্ত প্রোগ্রামে আরও ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর এম. নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর খাজা জাকারিয়া আহমদ চিশতী, টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রফেসর ডাঃ হাফিজা আরজুমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, চেয়ারম্যানের একান্ত সচিব আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সহকারী পরিচালক নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও মেডিকেল কলেজের ডাক্তারগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাগীব আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ সাব্বির হাসান।