জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো দারাজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দীর্ঘ মেয়াদের জন্য স্পন্সর পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ইকমার্স প্ল্যাটফর্ম দারাজ টাইগারদের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এখন থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশী নারী দল, ‘এ’ দল ও  অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর দারাজ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বিসিবি। এতে বলা হয়েছে, ৭ এপ্রিল ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দারাজ। এখন থেকে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দেখা যাবে দারাজের লোগো। একই সঙ্গে দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি হবে ক্রিকেটারদের কিট পার্টনার।

২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী স্পন্সর ছিল না। শেষ সিরিজগুলোতে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যায়নি বিসিবি। সবশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ছিল দেশের অপর ইকমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’।