কলকাতার গায়ক প্রতীক চৌধুরী আর নেই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৩ বার।

চির বিদায় নিয়ে চলে গেলেন কলকাতার বাংলা গানের জনপ্রিয় শিল্পী প্রতীক চৌধুরী। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কলকাতার সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে প্রতীক চৌধুরীর বয়স হয়েছিল ৫৫ বছর। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অবস্থিত নিজের অফিসে হৃদ্‌রোগে আক্রান্ত হন এ শিল্পী। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না তার।  রাত আটটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। চলে যাওয়ার ক সপ্তাহ আগে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবির ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ গানটি রেকর্ড করেন তিনি। কলকাতার বহু বাংলা গানের কণ্ঠ দিয়েছেন প্রতীক। দিয়েছেন সিনেমার নেপথ্য কণ্ঠও। পাশাপাশি বহু বিজ্ঞাপনেও কণ্ঠ রয়েছে তার।