বগুড়ায় ৮ এপ্রিল থেকে টিকার ২য় ডোজ দেওয়া শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ১৫:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯২ বার।

বগুড়ায় করোনা টিকার ২য় ডোজ ৮ এপ্রিল থেকে শুরু হবে।  এছাড়া এখন পর্যন্ত জেলায় ১ম ডোজের টিকা  নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৮জন। বুধবার এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। 

 

তিনি জানান, আগামীকাল(৮ এপ্রিল) থেকে করোনা টিকার ২য় ডোজ দেয়া শুরু হবে। ১ম ডোজের টিকা সবাই যেখানে নিয়েছে, সেখানেই ২য় ডোজের টিকা নিতে হবে। সাথে টিকাদানের কার্ডটি নিয়ে আসতে হবে। এছাড়া টিকা নেয়ার সময় সবার মুঠোফোনে মেসেজের মাধ্যমেও জানিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী শুক্রবার জেলায় আরও ৬ হাজার ৯০০ ভায়াল আসবে। এসব ভায়াল দিয়ে ৬৯ হাজার মানুষকে টিকা দেয়া যাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে টিকা আসতেই থাকবে। তাই জেলায় করোনার টিকা সংকটের সুযোগ নেই। 

এর আগে ৭ ফেব্রুয়ারি বগুড়ায় করোনার টিকার ১ম ডোজের কার্যক্রম শুরু হয়। ১১টি উপজেলা এবং সদরের মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,পুলিশ হাসপাতালসহ ১৫টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলে। ২য় ডোজের টিকাদান কর্মসূচিও এসকল কেন্দ্রে চলবে।