বগুড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর আত্মহত্যা

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩৪ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের সরকার পাড়া গ্রামে ঝরনা বেগম (৫০) নামের এক গৃহবধূর অপমৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবু তালেবের স্ত্রী। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সবার অগোচরে ঝরণা বেগম গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্ত শেষে বুধবার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাসুর আব্দুল মতিন জানান, অত্মহত্যা করার মত কোন কারণ খুঁজে পাচ্ছেন না। পরিবার বা প্রতিবেশি কারো সাথে তার বিবাদ হয়নি।

থানায় ইউডি মামলা হয়েছে উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, লাশে ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।