বগুড়ায় সাড়ে ৩ বছর পর অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ ১৫:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩১ বার।

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে প্রায় সাড়ে ৩ বছর পর গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। ২০১৭ সালে জয়পুরহাটের পাঁচবিবি থানায় জি.আর ৪৩/১৫ মামলায় তার ১০ বছরের সাজা হয় আদালতে কিন্তু দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে বগুড়ায় পলাতক ছিলেন এই আসামী। 

গ্রেফতারকৃত সেই আসামী হলেন বগুড়া শাজাহানপুরের ফুলদীঘি এলাকার মৃত খয়বর আলীর ছেলে মেহেবুবুর রহমান নিটু (৪৬)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এই আসামী পলাতক ছিলেন এবং গোপনে নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। কিন্তু এত বছর ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামীর ওয়ারেন্ট তামিল কেন হলোনা তা অনেকের মনেই প্রশ্ন জেগেছে কারণ একাধিক মামলায় অভিযুক্ত এই নিটু খোলামেলা ভাবেই চলাচল করেছে বগুড়ায়।

মঙ্গলবার রাতে মুঠোফোনে ওয়ারেন্টের এই আসামীর গ্রেফতার নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনের উর্দ্ধে কেউ নন। কিছুটা দেরীতে হলেও পলাতক এই আসামীকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারের পর আইন অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এর সাথে কথা বললে তিনি জানান, করোনাকালীন এই পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্ট তামিলসহ সকল ধরণের অপরাধ দমনে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছেন। ছোট থেকে বড় কোন অপরাধীই আইনের হাত থেকে শেষ রক্ষা পাবেনা তাই সময় থাকতেই তিনি সকলকে সঠিক পথে জীবন যাপনের আহ্বান জানান।