শেরপুরে সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭৯ বার।

বগুড়ার শেরপুরে সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বুধবার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে  অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উলিপুর আমেরিয়া সমতুল্ল্যাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, শুভগাছা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামাল মোস্তফা, শাহবন্দেগী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন এবং মামুরশাহী দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক আব্দুল কাদের মজনু। এছাড়া অন্যদের মধ্যে স্থানীয় সমাজসেবক মাহবুবার রহমান, গোলাম রব্বানী, হাবিবর রহমান, অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম, পরিচালক মাহমুদুল হাসান লিটন, জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মাহতাব উদ্দীন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।