বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯৫ বার।

বগুড়া ডায়াবেটিক সমিতির সদ্য প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে বুধবার স্থানীয় টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর অনুষ্ঠিত ওই মিলাদ ও দোয়া মাহফিলে বগুড়া ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, বগুড়া ডায়াবেটিক সমিতি পরিচালিত স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির নির্বাহী সদস্য মাফুজুল ইসলাম রাজ। কোরআন তেলওয়াত ও তরজমা করেন ক্বারী ছানাউল্লাহ এবং দোয়া ও মিলাদ মাহফিলের মূল অংশ পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ। 
 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল বলেন, মমতাজ উদ্দিন শুধু রাজনৈতিক সহকর্মীই ছিলেন না, তিনি ছিলেন সমমনা সকল রাজনীতিবিদদের নেতা, আদর্শ, অভিভাবক ও এককথায় রাজনৈতিক গুরু। তারমত আপনজনের অভাব কোনদিনও পূরন হবার নয়।
 

সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী তার বক্তব্যে বলেন, মমতাজ উদ্দিন ছিলেন একজন ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব। তিনি যেখানেই দায়িত্ব নিয়েছেন সেখানেই উন্নতি হয়েছে। বগুড়া ডায়াবেটিক সমিতি কিংবা বগুড়া চেম্বার অব কমার্স সবখানেই তার উন্নয়নের চিত্র দৃশ্যমান, ভিজিবল। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রয়াত মমতাজ উদ্দিনের পুত্র ও সমিতির নির্বাহী সদস্য এবং বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ’র সভাপতি মাসুদুর রহমান মিলন। তিনি বলেন, “মমতাজ উদ্দিনের ব্যক্তিগত জীবন বলতে কিছু ছিলনা। দলই ছিল তার কাছে সব। আমরা পরিবারের লোকজন যতনা তার সাক্ষাৎ পেয়েছি তার চেয়ে বেশী সাক্ষাৎ পেয়েছেন দলের নেতা কর্মীরা। তার জানাজায় সর্বস্তরের মানুষ যেভাবে অংশ নিয়েছে সেজন্য বগুড়াবাসীর নিকট আমরা চিরকৃতজ্ঞ।” তিনি তার বক্তব্যে বগুড়া ডায়াবেটিক সমিতির উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সমিতি পরিচালিত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আরও সহানুভুতিশীল হওয়ার জন্য নির্বাহী কমিটির প্রতি আহ্বান জানান।
 

এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মাহবুব হামিদ তারা, এবিএম জহুরুল হক বুলবুল, যুগ্ম সম্পাদক শাহ আখতারুজ্জামান ডিউক, আব্দুল ওয়াহাব তারেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল কাফী-ছানা, দপ্তর সম্পাদক একেএম ফজলুল হক রেন্টু, কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, নির্বাহী সদস্য ডাঃ আলী আহমেদ আলম, আব্দুল খালেক বাবলূ, আবু বক্কর সিদ্দিক, এটিএম শফিকুল হাসান (জুয়েল), আনোয়ারুল ইসলাম (বাচচু), আসিফ মোহাম্মদ খান রনি, এএম রেজাউল হক (মন্টু), তোফাজ্জল হোসেন, আবু সাঈদ মেরুন, এম এ জিন্নাহ, শাহেদ জাবেদুর এবং মিজানুর রহমান।