সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে: কাদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার সকালে তিনি একথা জানান। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। 

ওবায়দুল কাদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়ার পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রচুর রাসায়নিক দ্রব্য থাকায় আগুন ছড়িয়ে পড়েছে। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করে নিশ্চিত করা হবে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টা মসজিদের পাশে হাজী ওয়াহেদ মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের আরও চারটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুন পুরোপুরি নেভানো না গেলেও তা নিয়ন্ত্রণে এসেছে। খবর সমকাল অনলাইন