`শুধু চাকরী নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়তে হবে'

মুজাহিদুল ইসলাম জাহিদঃ
প্রকাশ: ৩১ জুলাই ২০১৮ ১৪:৩৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৯৯১ বার।

বগুড়ায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাহারে পাঠক সমাবেশে বই পড়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, শুধু চাকরী নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়তে হবে। জ্ঞানের চর্চা এবং বিকাশের জন্য বইকে কাছে টানতে হবে। এজন্য লাইব্রেরীর সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করতে হবে।

ওই গ্রন্থাহারের তৃতীয় তলায় অনুষ্ঠিত পাঠক সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের বগুড়া অফিসের সাংবাদিক আমিনুল ইসলাম হিরু। সভাপতিত্ব করেন  উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক রোকনুজ্জামান। প্রায় ঘন্টাব্যাপী সমাবেশটি সঞ্চালনা করেন ওই গ্রন্থাগারের নিয়মিত পাঠক হেলাল উদ্দিন। সমাবেশে অর্ধশত পাঠক উপস্থিত ছিলেন। পরে চা চক্রের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, পাঠকরা কী ধরনের বই পড়তে আগ্রহী সেটা জানার পাশাপাশি গ্রন্থাগারে বই পড়ার উপকারিতা নিয়েই প্রতি মাসে এ ধরনের সমাবেশ আয়োজন করা হয়। গ্রন্থাগারিক রোকনুজ্জামান জানান, সমাবেশে পাঠকদের কাছ থেকে সরাসরি মতামত নেওয়া হয়। সমাবেশে বক্তাদের অধিকাংশই জ্ঞানের চর্চা, বিকাশ এবং বাস্তব জীবনে প্রয়োগ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ইত্তেফাকের বগুড়া অফিসের সাংবাদিক আমিনুল ইসলাম হিরু গ্রন্থাগার নিয়ে তাঁর স্মৃতিচারণ করে বলেন, দেশের প্রাচীণ এ গ্রন্থাগারে নিয়মিত জ্ঞান চর্চা হয়ে থাকে-এটাকে আরও বৃদ্ধি করতে হবে। বইয়ের প্রতি আসক্ত হলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব।

পাঠকদের পক্ষ থেকে সোহাগ নামে এক বক্তা গ্রন্থাগারের ৩য় তলায় জব কর্নার চালু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, জব কর্নারে সবাই চাকরির প্রস্তুতির জন্য আসে। তাই নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাস (দলবদ্ধ আলোচনা) করা যায়।

সমাবেশে  সভাপতির বক্তব্যে গ্রন্থাগারিক রোকনুজ্জামান পাঠকদের ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়ে বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরীর আশায় পড়াশোনা করলে চলবে না। ভালো মানুষ হতে হবে। তিনি আরও বলেন, আজ এক মানুষ অন্য মানুষকে ভয় পায়, আবার সম্পদ নিয়ে নিজেদের মধ্যে বিবাদ হয়। তবে বইপড়া এ সমস্যার সমাধান হত পারে।