গ্রামে নেই

বগুড়ার শেরপুরে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শহীদদের শ্রদ্ধা জানালো শিশুরা

আইয়ুব আলী, শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯২ বার।

বগুড়ার শেরপুরে একদল ক্ষুদে শিক্ষার্থী নিজ হাতে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে তাতে ফুল ও ফুলের মালা অর্পন করে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। উপজেলার শাহবরেন্দগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামে বৃহস্পতিবার সকারে ওই দৃশ্য চোখে পড়ে। স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান জানায় তারা ১৫ থেকে ২০ জন শিশু-কিশোর গত বুধবার বিকাল থেকেই শহীদ মিনারটি তৈরীর কাজ শুরু করে। শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দেয়ার কারণ জানতে চাইলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাসেল আহম্মেদ সুমন আহমেদ এবং তার সহপাঠী খাদিজা খাতুন, নুপুর, সাবা, শিশু আব্দুল্লাহ, তাবাসসুম, মনিরা খাতুনসহ বলে ওঠে, বড়রা বলে এই দিনে কথার (ভাষার) জন্য সালাম বরকতরা মারা (শহীদ) গেছেন। তাই আমরা শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দিয়েছি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।

ওইসব ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, তাঁদের গ্রামে কোন শহীদ মিনার নেই। তাই তারা কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়েছে। আর শিশুদের সম্মলিত প্রচেষ্টায় গড়ে তোলা ওইসব শহীদ মিনারেই রাত ১২টা ১ মিনিট থেকে শুরু করে বৃহস্পতিবার দিনব্যাপি এই গ্রামের শিশু কিশোর কিশোরী, তরুণ-করুণীরা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একটু উঁচু করতে স্থানটিতে মাটি ফেলা হয়েছে। পানি মিশিয়ে স্থানটি লেপেও দেয়া হয়। পরে ওই স্থানেই পুঁতে দেওয়া হয় কাগজে মোড়ানো সাজানো গোছানো তিনটি আস্ত কলাগাছ। সারিবদ্দভাবে দাঁড়িয়ে থাকা সেই গাছগুলোর প্রতিটির মাথা আবার সামনের দিকে একটু বাঁকানো। আর তারই গোঁড়ায় স্থান পায় মাটির তৈরী ভালবাসার চিহৃ। পুরো স্থানটি বাঁশের খুঁটি পুতে ও সুতলি পেঁচিয়ে ঘিরে রাখা হয়েছে। ক্ষুদে দর্শনার্থীরা বাইরে সুশৃঙখলভাবে দাঁড়িয়ে একে একে ভেতরে প্রবেশ করছে আর সেই শহীদ মিনারে ফুল ও ফুলের মালা অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছে।