বগুড়ার বইলেমায় বই কিনে আনন্দ ভাগাভাগি করুন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে

সনি সাদী
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৪ বার।

বগুড়ার বই মেলায় এবার ভিন্নদৃষ্টি'র পাঠশালা (স্টল নং : ১১-১২) একটি ব্যতিক্রমধর্মী স্টল। কারণ তারা বই বিক্রয়ের সম্পূর্ণ লাভের টাকা ব্যয় করবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। এই স্টলটি স্বেচ্ছাসেবী সংগঠন  ‘ভিন্ন দৃষ্টি’ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালিত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় বই বিক্রয় করে শুধু পাঠকের চাহিদা মেটানো তাদের মূল  উদ্দেশ্য নয়। বরং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল কাজ। এখানে প্রতিদিন দশ পনের জন স্বেচ্ছাসেবক বিনা বেতনে, বিনা স্বার্থে বইমেলার জন্য দোকানে সময় দিচ্ছে। তাদের স্বার্থ একটাই , তারা সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাঁসি ফুটিয়ে আনন্দ আয়।

 

ব্যতিক্রমধর্মী ‘ভিন্নদৃষ্টির পাঠশালা’ স্টলটিতে  বিখ্যাত সব লেখকের বইয়ের পাশাপাশি  লেখক জাফর ইকবালের  "যখন টুনটুনি তখন ছোটাচ্চু", "এক ডজন একজন", "নিয়ন"। ঝংকার মাহবুবের - "রিচার্জ ইউর ডাউন ব্যাটারি", "প্যারাময় লাইফের প্যারাসিটামল"। আয়মান সাদিকের  "ভাল্লাগেনা", "স্টুডেন্ট হ্যাকস", সোলাইমান সুখনের "মস্তিষ্কের ক্যানভাস" পাওয়া যাচ্ছে।