জাহীদ সারওয়ারের "অসম্ভব অভিপ্রায়" পাঠকদের হৃদয় ছুঁয়েছে

অরূপ রতন শীল
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০১ বার।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ প্রকাশিত হয়েছে কবি জাহীদ সারওয়ার খানের কাব্যগ্রন্থ ‘অসম্ভব অভিপ্রায়'। এটি কবির ২য় কাব্যগ্রন্থ। ‘কালাঞ্জলি’ থেকে প্রকাশিত বইটি এতোমধ্যেই ঢাকাসহ বগুড়ায় পাঠকদের মনে  ব্যাপক সাড়া ফেলেছে। ঢাকায় অমর একুশে গ্রন্থমেলার ৬৩ নং স্টলে, বগুড়ার বইমেলায় কলেজ থিয়েটারের স্টলে এবং পড়ুয়াফ্রেন্ডস লাইব্রেরীতে কবির বই পাওয়া যাচ্ছে।

‘অসম্ভব অভিপ্রায়’ নিয়ে  কবি পুণ্ড্রকথাকে বলেন, ‘সু-সাহিত্য,সুশীল সাহিত্য,শুদ্ধ মননের জন্য যে কবিতা সেগুলোর সব উপাদান পাঠকেরা এই বইটিতে পাবেন।‘

জাহীদ সারওয়ার খান পরিচ্ছন্ন চিন্তা ও মননশীল কবি, উপন্যাসিক এবং সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। তিনি বর্তমানে সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। ইংরেজির পাশাপাশি তিনি বাংলা ভাষাতেও সমান দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। তিনি তিন বছরে তিনটি বই প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন। কবির তিনটি সাহিত্য কর্মগুলো- কাব্যগ্রন্থ; ‘সুতো কাটা ঘুড়ি’ ও ‘অসম্ভব অভিপ্রায়’ এবং উপন্যাস- ‘অতল তল, কালো জল।‘