আইএস বধূ শামীমা আসলে কোন দেশের নাগরিক?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

আইএসে যোগ দিয়ে আবার ব্রিটেনে ফিরে যেতে চাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। কিন্তু তার নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে ঢুকতে দিচ্ছে না দেশটি। আবার বাংলাদেশও জানিয়ে দিয়েছে, তিনি কোনোভাবেই এ দেশের নাগরিক নন। তাহলে শামীমা এবং তার নবজাতক সন্তানের পরিচয় কী?

বিবিসি বলছে, বয়স ২১ হওয়ার আগ পর্যন্ত শামীমা বাংলাদেশি নাগরিকত্ব পেতে পারেন। বাংলাদেশের নাগরিকত্ব আইনে বলা আছে, বাংলাদেশি পিতা-মাতার সন্তান স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের নাগরিক। অর্থাৎ তিনি দ্বৈত নাগরিকত্ব ধরে রাখতে পারবেন। যদি তিনি যুক্তরাজ্যে থাকেন, তাহলে তার বাংলাদেশি নাগরিকত্ব ‘সুপ্ত’ অবস্থায় থাকবে।

রক্তের সম্পর্ক অনুযায়ী, ওই ব্যক্তি ২১ বছর বয়সের পর নিজের নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত না নিলে তার বাংলাদেশি নাগরিকত্ব ‘বাতিল’ হয়ে যাবে। শামীমার বয়স এখন ১৯ চলে।

তার মানে বিবিসি ইঙ্গিত দিয়েছে আরও দুই বছর শামীমা বাংলাদেশের নাগরিক থাকছেন। আসলে কী তাই?

এখানেও আবার আরেকটি আইন আছে। সেই আইনে শামীমা বাংলাদেশি নাগরিক নন।

আইনে বলা হয়েছে, ‘প্রবাসীদের দ্বৈত নাগরিকত্বের বেলায় সন্তান জন্মের দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের কার্যালয়ে নাম নিবন্ধন করাতে হবে। তা না হলে সেই সন্তান বাংলাদেশের নাগরিক বলে বিবেচিত হবে না।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘শামীমা জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং কখনো বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেননি।’

অর্থাৎ দুই বছরের মধ্যে শামীমার মা-বাবা তার নাম নিবন্ধন করেননি। তাই তিনি বাংলাদেশেও ঢুকতে পারবেন না।

শামীমার বাচ্চার কী হবে?

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য শামীমার নাগরিকত্ব কেড়ে নিলেও বাচ্চার ওপর তার প্রভাব পড়বে না।