বগুড়ায় ট্রেনর ধাক্কায় অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের তিনমাথা রেলগেট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে শহরদীঘি এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পুলিশ তার পরিচয় নিশ্চিত হতে পারেনি।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর কায়কোবাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে শহরদীঘি এলাকা অতিক্রমের সময় ওই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, লাশটি রেল লাইনের পাশে পড়েছিল। মাথায় জখম ছিল। সেটা দেখে ধারণা করা হচ্ছে যে ট্রেন থেকে পড়েও ওই যুবকের মৃত্যু হতে পারে।
রেলওয়ে পুলিশের এস আই কায়কোবাদ বলেন, ‘লাশের পরণে প্যান্ট ও শার্ট ছিল। সেটা দেখে যুবককে ভদ্র ও শিক্ষিত বলেই মনে হচ্ছে। কিন্তু তার শার্ট বা প্যান্টের পকেটে এমন কিছু ছিল না যা দেখে তার পরিচয় সনাক্ত করা যায়। আপাতত লাশটি শজিমেক হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যদি না পাওয়া যায় তাহলে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।’