ডিগ্রি পাস করেও ওরা প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হতে পারছেন না

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ০১ অগাস্ট ২০১৮ ১৫:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৪ বার।

ডিগ্রি পাস করেও প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হতে পারছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ভর্তি জটিলতা নিরসন, দুই সেশনে আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং ২০১২-২০১৩ সেশনের পরীক্ষার্থীদের ফলাফল ২০১৯ সালের মধ্যে প্রকাশের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। ওই তিন দফা দাবিতে বুধবার দুপুরে তারা বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীতে অংশ নেওয়া আকতারুজ্জামান নামে এক শিক্ষার্থী জানান, ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী হিসেবে তারা ২০১৫ সালে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা ২০১৭ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে ১৫ জুলাই অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারীতে ৩ মাসের পরিবর্তে ৭ মাস পর ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি না দিয়ে ২০১৩-১৪ সেশনের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের বয়স কম এবং যাদের মার্কস বেশী কেবল তারাই ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এতে ২০১২-১৩ শিক্ষার্থীরা বিপাকে পড়েন। কারণ তারা পুরাতন সিলেবাস অনুযায়ী ১৪০০ মার্কসের পরীক্ষা দেন কিন্তু ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা নতুন সিলেবাসে ২২০০ মার্কসের পরীক্ষা দেয়। স্বাভাবিকভাবেই তাদের চেয়ে ১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা  বেশি ভর্তির সুযোগ পাবে। 

তাদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিশৃঙ্খল কর্মকান্ডের কারণে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ উভয় সেশনের দেড় লাখেরও বেশী শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তিতে বিপাকে পড়েছেন।  তাই তাদের শিক্ষা জীবন রক্ষার স্বার্থে ঘোষিত তিনটি দাবি অবিলম্বে মানতে হবে। অন্যথায় আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।