বগুড়ায় মমতাজ উদ্দিনের কুলখানিতে আ’লীগের নেতা-কর্মীসহ ২৫ হাজার মানুষের অংশগ্রহণ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪৪ বার।

বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় শুক্রবার তার গ্রামের বাড়িতে কুলখানির আয়োজন করা হয়। সদর উপজেলার মানিক চক উচ্চ বিদ্যালয় মাঠ এবং কদিমপাড়া নিজ বাড়িতে বাদ জুম’আ আয়োজিত কুলখানিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীসহ অন্তত ২৫ হাজার মানুষ অংশ নেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন গত ১৬ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ৩টার পরে স্থানীয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেন। 
১৭ ফেব্রুয়ারি রোববার বাদ যোহর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এবং মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম কদিমপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রথম জানাজার পূর্বে আলতাফুন্নেছা খেলার মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ মমতাজ উদ্দিন মৃত্যুর পূর্ব পর্যন্ত বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়া তিনি বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির একাধিকবার সভাপতি এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়েরও একাধিকবার পরিচালক নির্বাচিত হয়েছিলেন। ব্যবসায় অবদান রাখার জন্য সরকারিভাবে তাকে কমার্শিয়ালি ইমপর্টেন্ট পার্সন বা সিআইপি ঘোষণা করা হয়েছিল। তার দুই ছেলের মধ্যে ছোট মাসুদুর রহমান মিলন বর্তমানে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।
শুক্রবার মমতাজ উদ্দিনের কুলখানিতে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত মমতাজ উদ্দিনের পরিবারের ঘনিষ্ঠ এবং বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক জানান, কুলখানিতে প্রায় ২৫ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তিনি বলেন, কুলখানিতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তিনি জানান, এদিন বগুড়ার দুপচাঁচিয়ায় জেলা পরিষদের স্থানীয় এক সদস্যের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে সব উপজেলাতেই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হবে জানিয়ে আবু সুফিয়ান শফিক বলেন, ‘মমতাজ উদ্দিন আমাদের কাছে পিতৃতুল্য ছিলেন। তাঁর মৃত্যুতে বগুড়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা শোকাহত।  মমতাজ উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় বগুড়ার সব উপজেলায় পর্যায়ক্রমে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।'