নওগাঁয় ৬ ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান

নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫২ বার।

নওগাঁয় আন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ৬ ভাষা সংগ্রামী ও গুনী ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।  সম্মাননা হিসাবে এসময় একুশের পদক সমতুল্য ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি।  বৃহস্পতিবার রাতে শহরের পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে পদক প্রাপ্তরা হলেনঃ ভাষা সংগ্রামী ও সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম,এ রকিব, ডাঃ আমজাদ হোসেন তরফদার (মরনোত্তর),সাবেক ডেপুটি স্পীকার এম বয়তুল্লাহ (মরনোত্তর), এ্যাডঃ রেজাউন নবী (মরনোত্তর),মোমিনুল হক ভুটি (মরনোত্তর)। এসময় মরনোত্তরদের পরিবারের সদস্যদের হাতে এই পদক তুলে দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, শিক্ষাবিদ আলতাফ হোসেন ও সাংবাদিক ফরিদ্যুল করিম তরফদার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।