বগুড়ায় উদীচী সম্মেলন: মিন্নু সভাপতি ও বিপ্লব সাধারণ সম্পাদক

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

মাহমুদুস সোবহান মিন্নুকে সভাপতি ও শাহীদুর রহমান বিপ্লবকে  সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা শাখা। শুক্রবার সন্ধ্যা ৬ টায়  উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা শাখার ২২তম সম্মেলন থেকে এ কমিটির ঘোষণা আসে।

২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে আছেন ৩ জন সহ সভাপতি- আরিফুর রহমান , লুতফর রহমান এবং সন্তোষ কুমার পাল। নির্বাচিত ২ জন সহ সাধারণ সম্পাদক- আরিফুল হক খান ও শফিকুল ইসলাম সোহাগ। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন – আশরাফুল ইসলাম মুক্তা। 


৭ সদস্যের সম্পাদকমণ্ডলীতে আছেন- কামরুন মনিরা, খন্দকার নুরুল ইসলাম বাবু,সনি কর্মকার, সুকমল দাস, সুজন সরকার,আহসান হাবীব ও মিতু রায়।নির্বাহী কমিটিতে ১২ জন সদস্য নির্বাচিত হয়েছেন-  বিজু চৌধুরী, মাহমুদ হোসেন, ফিরোজ আখতার, মোহাম্মদ আলী, হুসনে নূর রুপালী, সমর কুমার, কানিজ ফাতেমা, সাহাদত জামান,জুলফিকার রহমান, দিলীপ কুমার মোহন্ত, আরেফা খাতুন এবং কৌশিক কুমার। 


২২ তম সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম। উদ্বোধনের পর ওই সংগঠনের বগুড়া জেলা কমিটির সভাপতি মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ফিজু চৌধুরী, সাবেক খেলাঘর সংগঠক আহসানুল হক খান স্বপন, কথা সাহিত্যিক সাজাহান সাকিদার এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব।  আলোচনা সভা শেষে ‘গণ মানুষের গান’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।