শেরপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিরাকৈর উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি স্থানীয় জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান ভিত্তি ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

পরে আ.লীগ নেতা মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আব্দুস সাত্তার, সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, এড. আজমি আরা পারভীন শান্তনা এবং সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি। এছাড়াও অন্যান্যদের মধ্যে আ.লীগ নেতা শাহজামাল সিরাজী, শাহজাহান আলী সাজা, জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভুট্টো, আবু বকর সিদ্দিক, মহিলা আওয়ামীলীগের নেত্রী খাদিজা বেগম, পিএস কোরবার আলী মিলন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখার উদ্দীন। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক মণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে বদ্ধপরিকর। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। যাতে করে শ্রেণীকক্ষের সংকট না হয়। শিক্ষার্থীরা স্বাছন্দে ক্লাস করতে পারে। শিক্ষা জাতির মেরুদ- উল্লেখ করে এমপি হাবিব আরও বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। দেশকে এগিয়ে নিতে শিক্ষার ও শক্তিশালী শিক্ষার্থী তৈরীর বিকল্প নেই। আলোচনাসভা শেষে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।