নওগাঁয় সুলতানা কামাল

দলিত ও আদিবাসীরা সমাজে এখনও অবহেলিত ও বঞ্চিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মানবাধিকার ব্যক্তিত্ব এ্যাডঃ সুলতানা কামাল বলেছেন, দলিত ও আদিবাসীরা এখনও অবহেলিত ও বঞ্চিত। তাদের মৌলিক অধিকার আজও নিশ্চিত করতে পারেনি কেউ। বরং উল্টো তাদের উপর প্রায়ই অত্যাচার নির্যাতন চালানো হয়। সমাজে কুচক্রী মহলের লোভ-লালসার শিকার হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নওগাঁয় দলিত ও আদিবাসীদের অধিকার ভিত্তিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।


তিনি বলেন, একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে দলিত ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সকলকে বিশেষ করে সাংবাদিকদের লেখনির মাধ্যমে এগিয়ে আসার আহবান জানন। জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক ফরিদুল করিম, কায়েস উদ্দিন, এম আর ইসলাম রতন,রায়হান আলম, আহাদ আলী, বেলায়েত হোসেন, শফিক ছোটন, হারুন-অর-রশীদ চৌধুরী, মানবাধিকার কর্মি নাইস পারভীন বক্তব্য রাখেন। এছাড়া বিদেশী দাতা সংস্থা হেক্স ও স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, দলিত ও আদিবাসী নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মিসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় দলিত ও আদিবাসীদের অধিকার ভিত্তিক উন্নয়নে বক্তারা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।