বগুড়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্ধার করা ফেন্সিডিল বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ এপ্রিল ২০২১ ০৯:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২১ বার।

বগুড়ায় ৮৮ বোতল ফেন্সিডিল বিক্রির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ৩ এপ্রিল রাতে ঢাকার দিকে যাওয়া পিংকী পরিবহন নামে একটি বাসে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনার পরের দিন ৪ এপ্রিল সাইফুল ইসলাম নামের একজনকে আসামী করে এস আই সুজাউদ্দৌলা শিবগঞ্জ থানায় ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে মামলা করে। তবে অভিযোগ উঠেছে পিংকী পরিবহনের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছিল পুলিশ। তবে মামলায় তা ১১০ বোতল দেখিয়ে ৮৮ বোতল ফেন্সিডিল পুলিশের এক কর্মকর্তা সোর্সের মাধ্যমে বিক্রি করে দিয়েছে। 

পুরো অভিযান পরিচালনায় ছিলেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।  

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অভিযোগ উঠায় মামলা ডিবিতে চলে গেছে। ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না। 

 

এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীকে তার কাছে থাকা সরকারি নম্বরে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। 

 

অভিযোগের বিষয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা পুণ্ড্রকথাকে জানান, এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি। 

ঘটনায় তদন্ত চলছে। কেউ যদি ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।