সিগারেটের আগুনে পুড়ল ৩০০ গাড়ি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো চলাকালীন ভয়ঙ্কর আগুনে পুড়ল ৩০০ গাড়ি । দমকল ও বিমানবাহিনীর তৎপরতায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, শনিবার বেঙ্গালুরুর ইলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে বিমানবাহিনীর  এরো ইন্ডিয়া ২০১৯ প্রদর্শনী চলছিল। এদিন দুপুরে ৫ নম্বর গেটের কাছে পার্কিং এলাকায় আগুন লেগে যায়। এই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩০০ গাড়ি।

প্রাথমিক ভাবে দমকলের অনুমান, সিগারেট থেকেই আগুন ছড়িয়ে যায়। পার্কিং জোনের শুকনো ঘাসে ওই সিগারেট ছুড়ে ফেলা হয়েছিল। আগুন লাগার ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটার পর একটা গাড়ি পুড়তে । সব মিলিয়ে মোট ৩০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহুর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

পার্কিং এলাকায় আগুন লাগার পরই শো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, ওই এলাকা থেকে সরে যেতে বলা হয় দর্শকদের। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি