বগুড়ায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ ০৬:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৭ বার।

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আব্দুস সামাদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া শেরপুরের বাসিন্দা আব্দুস সামাদ বুধবার মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন। এর আগেরদিন জেলায় করোনা আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের প্রাণহানি ঘটে। 

এছাড়া বগুড়ায় আবারও করোনার সংক্রমণ বেড়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৩২০ নমুনার ফলাফলে নতুন করে ৬২জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৯দশমিক ৩৭শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৩জন। নতুন আক্রান্ত ৬২জনের মধ্যে সদরের ৫৮জন, আদমদীঘির ২জন এবং বাকি ২জন শেরপুর ও শাজাহানপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৩১১ নমুনায় ৪৩জন করোনায় শনাক্ত হয়েছিলেন। 

 

ডা. তুহিন জানান, ২১ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০৫টি নমুনায় ৬০জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৫ নমুনায় ২জনের পজিটিভ এসেছে।   

 

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৫৯৬জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ২২৯জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৮৩জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০৮৪জন।