এবার মোমিনুলের ব্যাটে সেঞ্চুরি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ ০৬:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

নান্দনিক সব শটে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল। তার রান তখন ৯০। দৃষ্টিকটু এক শট খেলে সেঞ্চুরি মিস। অধৈর্য হওয়ার ফল। বিপরীতে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তারই পুরস্কার।


এ ছিল গতকালের গল্প।

আজ সফল হলেন অধিনায়ক মোমিনুল হক। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনিও। তিন অংকের ম্যাজিক ফিগার পৌঁছুতে ২৩০টি বল মোকাবিলা করেছেন মোমিনুল।

টেস্ট ক্যারিয়ারে এটি তার ১০ম সেঞ্চুরি। এদিকে আরো একটি অর্ধশতক হাঁকালেন শান্ত। তার ঝুলিতে এখন ১৫৩ রান। ৩৪৬ বলের মোকাবিলায় দেড়শতক পূর্ণ করলেন শান্ত।

এই দুই ব্যাটসম্যানের জুটিতে ভর করে বাংলাদেশ দ্বিতীয় দিনে কোনো উইকেট না হারিয়ে ৩৭৫ রান সংগ্রহ করেছে।

বুধবার প্রথমদিনে নাজমুল পঞ্চাশ ছুঁয়েছিলেন ১২০ বলে। সেঞ্চুরিতে পৌঁছতে লাগে ২৩৫ বল। দিন শেষে অপরাজিত থাকেন ১২৬ রানে।  অধিনায়ক মুমিনুল হক অপরাজিত ৬৪ রানে। দুই উইকেটে ৩০২ রান নিয়ে আজ মাঠে নামেন এই দুই অপরাজিত ব্যাটসম্যান।

আজ ২৫ ওভার খেলে কোনো বিপদ না ঘটিয়ে আরও ৭৬ রান যোগ করেছে এই জুটি। অর্থাৎ ৪৬৯ এল ২২৫ রানের জুটি গড়েছেন শান্ত-মোমিনুল।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ  ২ উইকেটে ৩৭৬ রান।