‘ঘুমানো চক্র’ ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টকে ‘ঘুমানো চক্র’ হিসেবে অভিহিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা ষড়যন্ত্র করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্ট গণশুনানির আয়োজন করে। এ বিষয়ে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঐক্যফ্রন্ট এবং তাদের গণশুনানির দিকে ইঙ্গিত করে এর কঠোর সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এই যে ঘুমানো চক্র (জাতীয় ঐক্যফ্রন্ট) দেখছেন, তারা একটি জিনিসই পারেন, আর তা হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করছে। আজ তাদের চেহারা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে।’ 

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল  তাদের চিহ্নিত করার জন্য একটি কমিশন দরকার, যাতে ইতিহাস সঠিকভাবে লেখা হয়। বিকৃত ইতিহাস যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আর পড়তে না হয়।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে পরাজিত হয়ে তারা এখন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘অডিটোরিয়াম শুনানি’ করছেন। তাদের ওই অনুষ্ঠানে একজন জনগণও নেই। তারা এখানে ঘুমিয়েছেন। জনগণ তো শেখ হাসিনার সঙ্গে। উনাদের সঙ্গে জনগণ নেই বলেই তাদের অডিটোরিয়ামে বসে শুনানি করতে হয়, আর শেখ হাসিনা ১৯৯৬ সালে গণশুনানি করেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এখানেই শেখ হাসিনার সঙ্গে তাদের পার্থক্য।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করেছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিচিত হবে। কিন্তু বাংলাদেশকে খালেদা জিয়া ও ড. কামাল হোসেনরা পাকিস্তানের পেছনে রাখতে চান। এত বাধার পরও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

অনুষ্ঠানে আইনমন্ত্রী আইনজীবী সহকারীদের জন্য পৃথক আইন প্রণয়নের বিষয়ে আশ্বস্ত করেন। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী প্রমুখ। খবর দেশ রুপান্তর