লকডাউনে বগুড়ায় পুলিশের তৎপরতা অব্যাহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ ১০:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

করোনার সংক্রমণ রোধে ২য় দফা সর্বাত্বক লকডাউনের প্রথম দিনে বগুড়ায় মাঠে নেমেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদের উপস্থিতিতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান শুরু হয়। 

এছাড়াও শহরের ভিএম ও ইয়াকুবিয়া স্কুল মোড়, বনানী মোড়, ফুলতলা, তিনমাথা রেলগেট, চারমাথা, বারপুর মোড়, মাটিডালি, বড়গোলা ও স্টেশন রোড সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

 

চেকপোস্টে রিকশা, অটোরিকশা,মোটর সাইকেল ও গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে ও মুভমেন্ট পাস দেখতে চাওয়া হচ্ছে। 

যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া সহ মটর সাইকেল চালক ও গাড়ি চালকদের মটরযান আইনে মামলা দেওয়া হয়েছে। 

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, প্রতিদিন এ শহরে করোনায় মৃত্যু ঘটছে। সেই তুলনায় মানুষ একেবারে সচেতন নয়। 

আমরা সরকারের পক্ষে থেকে দেওয়া লকডাউনের সকল বিধি নিষেধ কার্যকরে কাজ করছি।