একমাত্র প্রতিদ্বন্দ্বী এনপিপি’র আব্দুন নূর প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন

বগুড়ার শেরপুরে আ’লীগের মজনু বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০ বার।

বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কারণ তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী আব্দুন নূর প্রার্থীতা প্রত্যাহারের জন্য ২৪ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ইসির ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত দিন থাকলেও মজিবর রহমান মজনুর একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুন নূর আগে-ভাগেই আবেদন করেছেন বলে জানিয়েছেন শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন।

গত ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মজিবর রহমান মজনুসহ মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। অন্য দু’জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বিএনপ নেতা জানে আলম খোকার মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়। তবে আপিল করার সুযোগ থাকলেও জানে আলম খোকা আর সে পথে হাঁটেননি। প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করার কারণ জানতে চাইলে এনপিপি মনোনীত প্রার্থী আব্দুন নূর  বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণেই আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’ অন্যদিকে বিএনপি নেতা জানে আলম খোকা বলেন, ‘দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আমি এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়াতাম। তাই মনোনয়পত্র বাতিল হলেও আমি আর আপিলে যাই নি।’