বিমান ছিনতাইয়ের হুমকি: ভারতের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৮ বার।

ভারতের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ফোনকলে বিমান ছিনতাইয়ের হুমকি পাওয়ার পর এ বিশেষ সতর্কতা জারি করা হয়।

শনিবার মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়ার কন্ট্রোলরুমে একটি উড়ো ফোনে বিমান ছিনতাইয়ের হুমকি আসে। ছিনতাইয়ের পর বিমানটি পাকিস্তান নিয়ে যাওয়া হবে ফোনকলে জানানো হয়। এয়ার ইন্ডিয়ার কন্ট্রোলরুমে হুমকি আসার পরেই ভারতজুড়ে প্রায় সব বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।

তবে কলদাতাকে এখনও শনাক্ত করা যায়নি। মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ কলদাতাকে শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

পার্কিং এলাকার প্রত্যেকটি গাড়ি তল্লাশি করতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে নির্দেশ দেয়া হয়েছে। বিমানবন্দরের আশপাশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও নির্গমন পথেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলওয়ামার জঙ্গি হামলার পর এ উড়োকলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সিআইএসএফের কর্মকর্তারা বলেছেন, ‘আমরা যাত্রীদের অনুরোধ করেছি, হাতে সময় নিয়ে বিমানবন্দরে আসতে। একাধিকবার তল্লাশির কারণে তাদের লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে।’

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান নিহত হয়। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করার পরই ভারত জঙ্গি হামলার ইস্যুতে পাকিস্তানের ওপর দায় চাপায়। যদিও ইমরান খানসহ পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করেছে। ভারত কোনও আক্রমণ চালালে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।