ডাকসু নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকার কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ফাহমিদা মজিদ ঊষার পক্ষে রোববার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

রিটে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে। এ ছাড়া রিট আবেদনকারীকে ভোটার তালিকার বাইরে রেখে ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সেই মর্মে বিবাদীদের প্রতি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় ডাকসু নির্বাচন স্থগিতেরও আবেদন জানানো হয়েছে।

গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের প্রথম পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদে সংশোধন আনা হয়। সংশোধনীতে বলা হয়, শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে ভোটার ও প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক উত্তীর্ণ ও বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এ বিষয়ে রিটকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ডাকসু গঠনতন্ত্রের সংশোধীত অনুচ্ছেদ অনুযায়ী আবেদনকারী নির্বাচনে অংশ নেওয়ার এবং ভোটার হওয়ার যোগ্য। কিন্ত আবেদনকারী ফাহমিদা মজিদ ঊষার মতো আরও অনেককেই ভোটার করা হয়নি। আবার ঊষার মতো অনেক শিক্ষার্থীকে ভোটার করা হয়েছে।

আবেদনকারীকে ভোটার না করায় তার সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়েছে। এ জন্য রিটটি দায়ের করা হয়েছে। তিনি জানান, সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। তফসিল অনুযায়ী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। খবর সমকাল অনলাইন