সরকারকে পদত্যাগ করতে বললেন রিজভী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় 'দায় স্বীকার করায়' সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

'সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না'– সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, 'ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন এখন পদত্যাগ করুন। স্বচ্ছ ভোট জালিয়াতির সাফল্যের মৌতাতে বুঁদ হয়ে থাকবেন না। দেশবাসীকে দয়া করে রেহাই দিন।'

তিনি বলেন, 'পৃথিবীর কোনো গণতান্ত্রিক সভ্য দেশে এই বিভীষিকাময় ঘটনা ঘটলে দায় স্বীকার করে সরকার পদত্যাগ করতো।'

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চকবাজারে অগ্নিকাণ্ডের রাতে নির্ঘুম রাত কাটিয়েছেন জানিয়ে রিজভী বলেন, 'সারারাত চারদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিৎকার, রাসায়নিক বিস্ফোরণের বিকট শব্দ গ্রাস করেছিল আশপাশের এলাকা। অল্প দূরত্বে ছিলেন খালেদা জিয়া। তার সারারাত উৎকণ্ঠায় কেটেছে। আর আমরা উৎকণ্ঠা নিয়ে আল্লাহর কাছে তার নিরাপত্তার জন্য দোয়া করেছি।'

খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির এই নেতা বলেন, 'খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো। চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসন থেকে নাজিমউদ্দিন রোডের দূরত্ব মাত্র দেড় থেকে দুইশ' মিটার। বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের রাত কেটেছে উৎকণ্ঠায়।' খবর সমকাল অনলাইন