ভেতরে সন্দেহভাজন, শাহ আমানতে উড়োজাহাজ ঘিরে র‌্যাব-পুলিশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে রোববার বিকেল পৌনে ৬টার দিকে  বিজি-১৪৭ ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এরপর থেকেই এটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে একজন সন্দেহভাজন ও দুইজন ক্রু রয়েছেন। যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সমকালকে বলেন, ফায়ার সর্ভিসের চার ইউনিটের দশটি গাড়ি বিমানবন্দরে উপস্থিত রয়েছে। 

তিনি জানান, উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা তিনটার পর ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে ওই উড়োজাহাজটি। দুবাইগামী উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম সাংবাদিকদের জানান, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে। খবর সমকাল অনলাইন