বগুড়ায় বিএনপির সমাবেশঃ ‌ভোট চুরি করেও নির্বাচন সফল দেখাচ্ছে সরকার

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ০২ অগাস্ট ২০১৮ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭২ বার।

সম্প্রতি অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম এবং ভোট চুরির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা অগণতান্ত্রিক এই সরকার জনগণের মতকে উপেক্ষা করে বাংলাদেশকে দুর্ভাগ্যগ্রস্ত  জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আইনের শাসন না থাকায় সরকারের মদদে খারাপ মানুষ অন্যায় করতে আর দ্বিধাবোধ করছে না। বরং স্বৈরাচারী শাসনের ফলে বুক ফুলে অন্যায় কাজ করে পার পেয়ে যাচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ হলো তিন সিটি নির্বাচন। এই নির্বাচনে ভোটারদেরকে ভয়-ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করে এবং চুরি-ডাকাতি করে নির্বাচন সফল দেখাচ্ছে। বক্তারা নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর পুলিশী নির্যাতনেরও নিন্দা জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির  সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা যুবদল সভাপতি শিপার আল বখতিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মেহেদী হাসান হিমু ও জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান বক্তৃতা করেন।