কত দামে বিক্রি হলো শ্রীদেবীর প্রিয় শাড়ি?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৯ বার।

হাতেবোনা কোটা শাড়ি খুব প্রিয় ছিল শ্রীদেবীর। তার মৃত্যুবার্ষিকীতে সেই শাড়ি নিলামে তোলা হয়েছে। এখন পর্যন্ত দাম উঠেছে এক লাখ ৫৩ হাজার টাকা।

পারিসিয়েরা নামক চেন্নাইয়ের একটি অনলাইন-ভিত্তিক প্রতিষ্ঠান এই নিলামের আয়োজন করে। তারা জানিয়েছে, পুরো টাকা দেওয়া হবে নারীদের নিয়ে কাজ করা একটি দাতব্য প্রতিষ্ঠানে।

নিলাম শুরু হয় ৪০ হাজার রুপি থেকে। সর্বোচ্চ দাম ওঠে এক লাখ ৩০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যেটি দেড় লাখের বেশি।

পারিসিয়েরা ২০ ফেব্রুয়ারি নিলামের ঘোষণা দেয়। কোটা শাড়ির বর্ণনায় তারা লেখে, ‘শ্রীদেবীর নিখুঁত পরিচয় এই শাড়ি। হালকা এবং উজ্জ্বল।’

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী ৫৪ বছর বয়সে গত বছর ২৪ ফেব্রুয়ারি মারা যান।

একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী ও ছোট মেয়ে। সেখানে একটি হোটেলের বাথটাবে তার মৃতদেহ পাওয়া যায়।

শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর। তিনি হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু এবং মালায়ালম ছবিতে সমানতালে কাজ করেছেন। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।