উপজেলা পরিষদ নির্বাচন

শেরপুরে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা মিলন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

বগুড়ার শেরপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিলন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। দলের হাই কমান্ডের সিদ্ধান্তর প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। এছাড়া পদটি থেকে প্রার্থীতা প্রত্যাহার চেয়ে বুধবার নির্বাচন কর্মকর্তার নিকট আবেদন করবেন বলেও জানান এই বিএনপি নেতা। 
 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, 'পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমি একজন বিএনপির সক্রিয় কর্মী। বিএনপি দলীয়ভাবে এই নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। জাতীয় সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও জনগণ ভোট দিতে পারবে না। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনও একই ধারায় হবে। তাই দলের এ সিদ্ধান্ত আমার কাছেও যুক্তিযুক্ত মনে হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে উপজেলা নির্বাচনে ভাইস চেয়াম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি। এজন্য উপজেলাবাসীর নিকট দুঃখ প্রকাশ করে বিএনপি নেতা আরিফুর রহমান মিলন আরও বলেন, আমি এ উপজেলার সব মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি। তাই বিগতদিনের ন্যায় আগামিতেও তাদের পাশের থেকে কাজ করে যাবো।' 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম পান্না, উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম আরফান, শ্রমিক নেতা খোরশেদ আলম লিটন এবং আব্দুল মান্নান।