তিন উপজেলায় আ’লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

বগুড়ায় ৫ উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী এবং ৭টিতে বিএনপি নেতারা ভোট যুদ্ধে থেকে গেলেন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৮ বার।

বগুড়ায় ১২টি উপজেলার মধ্যে ৩টিতে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৯টির মধ্যে ৫টিতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা একই দলের বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে ৯ উপজেলার মধ্যে মাত্র দু’টি ছাড়া সবগুলোতেই বিএনপি নেতারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কোন কোন উপজেলায় তাদের একাধিক নেতা পরস্পরের মুখোমুখি হয়েছেন। 

বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে চার বিএনপি নেতাসহ ৮জন তাদের মনোননপত্র প্রত্যাহার করে নেন। এরা হলেন: গাবতলীতে বিএনপি নেতা শফিকুল ইসলাম ভোদন, শাজাহানপুরে বিএনপি নেতা এনামুল হক শাহীন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা সরকার বাদলের স্ত্রী পলাশী খাতুন, ইসলামী ঐক্যজোটের সাইদুল ইসলাম, কাহালুতে বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ, হুমায়ুন কবির খোকন, নন্দীগ্রামে আহসান বিপ্লব রহিম ও শেরপুরে এনপিপি নেতা আব্দুন নূর। 

প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় যে তিনটি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেনঃ শেরপুরে মজিবর রহমান মজনু, আদমদীঘিতে সিরাজুল ইসলাম খান রাজু ও সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন।
যেসব উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীও বিরুদ্ধে একই দলের প্রার্থী রয়েছে সেগুলো হলো: নন্দীগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল আশরাফ জিন্নার বিরুদ্ধে আজিজার রহমান, কাহালুতে দলীয় প্রার্থী আব্দুল মান্নানের বিরুদ্ধে মোশফেকুর রহমান কাজল ও আল হাসিবুল হাসান সুরুজ, ধুনটে আওয়ামী লীগ মনোনীত আব্দুল হাই খোকনের বিরুদ্ধে মাসুদুল হক বাচ্চু, দুপচাঁচিয়ায় দলীয় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান সেলিমের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে থেকে গেলেন একই দলের ফজলুল হক, সারিয়াকান্দিতে নৌকার কা-ারী মুনজিল আলী সরকারের বিরুদ্ধে একই দলের আরও দু’জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হয়েছেন। তারা হলেন: শাজাহান আলী ও আব্দুস সামাদ।
যেসব উপজেলায় বিএনপি নেতারা প্রার্থী হয়েছেন সেগুলো হলো: বগুড়া সদরে মাফতুন আহমেদ খান রুবেল, নন্দীগ্রামে অ্যাডভোকেট এ রাফি পান্না, আলেকজান্ডার ও মাহফুজুর রহমান, সারিয়াকান্দিতে বর্তমান চেয়ামর‌্যান মাসুদুর রহমান হিরু মন্ডল, অ্যাডভোকেট নূরে আযম বাবু, গাবতলীতে একিউএম ডিফেন্স সুমন ও এহসানুল বাশার, শিবগঞ্জে বিউটি বেগম, ধুনটে আকতার আলম সেলিম ও শাজাহনপুরে আবুল বাশার।