র‍্যাবের অভিযান

বগুড়ায় দেশীয় পাইপগানসহ মাদক বিক্রেতা গ্রেফতার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩২ বার।

বগুড়ায় ফেন্সিডিল, বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ আব্দুল বাছেদ মন্ডল(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জেলার শাজাহানপুরের সাজাপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাটের পাঁচবিবি থানার ঢাকারপাড়ার মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে। গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে এর আগেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন আইন এবং বিশেষ ক্ষমতা আইনে সর্বমোট পাঁচটি মামলা রুজু হয়েছিলো। র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।   
 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় র‍্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার এস এম জামিল আহমেদের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। অভিযানকালে শাজাহানপুরের সাজাপুর গ্রামের বগুড়া-ঢাকা মহাসড়োকের পূর্বে টিএমএসএস ফিলিং স্টেশনের অনুমানিক ২০০ গজ উত্তরে ইউক্যালিপ্টাস বাগান থেকে আব্দুল বাছেদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ১ বোতল বিদেশী মদ, ১ টি দেশীয় পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১ টি মোবাইলফোন এবং ২ টি সীমকার্ড উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা। 

 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আব্দুল বাছেদ মন্ডল দীর্ঘদিন যাবত বগুড়ার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ও দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।