বগুড়ায় উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মে ২০২১ ০৮:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

বগুড়ার চারমাথার কামাল মিটালের সামনে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম নাঈম (২২)। তিনি ফুলবাড়ি দক্ষিণপাড়া রুহুল আমিনের ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক। বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার ওসি সেলিম রেজা। 

 

নিহতের চাচা মিঠু পুণ্ড্রকথাকে জানান, তার ভাতিজা নাঈম রোববার রাতে অটোরিকশা নিয়ে বের হয়।এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। পরে আমরা সোমবার থানায় একটি লিখিত অভিযোগ করেছি।আজ ফেসবুকে লাশের ছবি দেখতে পেরে আমরা বুঝতে পারি আমাদের ছেলে আর নেই। 

 

পুলিশ সূত্র জানায়,  উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় তার পরিবার শনাক্ত করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে রাখা আছে। 

পুলিশ আরও জানায়, নিখোঁজের রাতে নাঈমকে অন্য কোথাও হত্যা করে চারমাথায় ফেলে রাখা হয়েছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) জানান, আমরা ভিক্টিমের পরিচয় শনাক্ত করেছি। আপাতত আমাদের কাছে হত্যার মোটিভ ক্লিয়ার নয়। তবে আমাদের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে।