আটক পাইলটের কাছে যা কিছু পাওয়ার কথা বলল পাকিস্তান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর সময় বিমান ভূপাতিত হয়ে পাকিস্তানের হাতে আটক হয়েছেন ভারতীয় এক পাইলট। বুধবার সকাল পৌনে ৯টার দিকে নিয়ন্ত্রণ রেখার প্রায় ৭ কিলোমিটার ভেতরে ভারতয়ি পাইলট উইং কমান্ডার অভিনন্দন আটক হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে আগুন লাগলে প্যারাসুট দিয়ে নেমে আসেন ওই পাইলট। এক পর্যায়ে পুকুরে ঝাপ দেন তিনি। এসময় তার কাছে থাকা কিছু কাগজ গিলে ফেলার ও পানিতে ভিজিয়ে নষ্ট করার চেষ্টা করেন তিনি। পাকিস্তান সেনাবাহিনী  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) কিছু ছবি দিয়ে বলেছে, সেগুলো আটক পাইলট অভিনন্দনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ছবি প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। খবর সমকাল অনলাইন