৩৩৩ নম্বরে ফোন করলেও মিলছে সহায়তা

বগুড়ায় আড়াই হাজার পরিবারের ৯ হাজার মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ মে ২০২১ ০৬:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্থ নানা শ্রেণি-পেশার আড়াই হাজার পরিবারের প্রায় ৯ হাজার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহায়তা প্রদান করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, গত ১ মে থেকে ওই সহায়তা কার্যক্রম চালু হয়েছে এবং আগামীতেও অব্যাহত থাকবে। তিনি জানান, দু’টি প্রক্রিয়ায় সহায়তা কার্যক্রম চালু রয়েছে। এগুলো হলো- নগদ ৫০০ টাকা প্রদান এবং সমমূল্যের ৮ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ। তবে শুধু তালিকাভুক্ত ব্যক্তিরাই নন সরকারি তথ্য ও সেবার জন্য নির্ধারিত হটলাইন ৩৩৩-এ ফোন করে সাহায্য চাওয়া লোকজনদের হাতেও খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জিএম রাশেদুল ইসলাম জানান, গত ১ মে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের ৪২০জন নিম্ন আয়ের এবং কর্মহীন মানুষের মাঝে প্রথম খাদ্য সহায়তা প্রদান করা হয়। তারপর থেকে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার প্রদান কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত মোটর শ্রমিক, নারী শ্রমিক, সংস্কৃতি কর্মী, লেখক, বুদ্ধিপ্রতিবন্ধী এবং আটকেপড়া পাকিস্তানীসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। এর মাঝে ৩৩৩ নম্বর ফোন করেও অনেকে সহায়তা চাইতে শুরু করেন এবং তাদেরকেও নিরাশ করা হয়নি।

তিনি বলেন, ১১ মে দুপুর পর্যন্ত জেলায় এ পর্যন্ত ১ হাজার ৬০১ পরিবারের ৮ হাজারেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা গ্রহণকারী ছিলেন ৬০১জন। খাদ্য সহায়তা হিসেবে তাদের প্রত্যেককে ৬ কেজি চাল, অর্ধ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম মসুর ডাল, ২০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম ছোলা ও একটি করে ডেটল সাবানের একটি করে প্যাকেট দেওয়া হয়। এছাড়াও ৯০০জনকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, করোনাভাইরাসের সংক্রমণে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরই প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি বলেন, ৩৩৩ নম্বরে যারা ফোন করছেন তাদেরকেও সহায়তা দেওয়া হচ্ছে। শুধু জেলা সদরেই নয় জেলার অন্যান্য উপজেলাগুলোতেই এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঈদের পরেও তা অব্যাহত থাকবে।