সালমানের ‘রাধে’র চাপে ওটিটি প্লাটফর্মের সার্ভার ক্র্যাশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২১ ১৭:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

এবারের ঈদে বলিউড তারকা সালমান খান তার ভক্তদের উপহার দিয়েছেন ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। করোনার আবহে বড় পর্দাতে নয়, ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেয়া হয় ছবিটি।

 

বৃহস্পতিবার (১৩ মে) ওটিটি প্ল্যাটফর্ম জি৫ ও জি প্লেক্স-এ মুক্তি দেয়া হয় সিনেমাটি। আর মুক্তির পরই সিনেমাটি দেখার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বহু ব্যবহারকারী একসঙ্গে সিনেমাটি দেখতে লগ ইন করে। এতে জি৫ এর সার্ভার ক্র্যাশ হয়ে যায়।

 

কোভিড পরিস্থিতিতে ঈদের আগে হাইব্রিড রিলিজের পথে হেঁটেছে ‘রাধে’ টিম। ভারতের বাইরের যে সমস্ত স্থানে কোভিড পরিস্থিতি একটু ঠিকঠাক, সেখানে সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। তবে ভারতবর্ষের প্যানডেমিক পরিস্থিতিতে জি৫ এবং জি প্লেক্স প্ল্যাটফর্মই ভরসা। জি প্লেক্সে আবার আলাদা পেমেন্ট দিয়ে ছবি দেখা যাবে। তবে ইতিমধ্যেই রেকর্ডসংখ্যক দর্শক ওয়েব প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখেও ফেলেছেন। আর তার জন্য সালমান খানের ক্যারিশমাই দায়ি। তবে একসঙ্গে বহু মানুষ দেখতে গিয়েই কার্যত ক্র্যাশ করে জি৫-এর সার্ভার।

জানা গেছে, একসঙ্গে এক দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ বৃহস্পতিবার লগ ইন করে জি৫-এর সার্ভারে। জি৫-এর পক্ষ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। জানানো হয়, অ্যাপটি ঠিক করার প্রচেষ্টা চলছে। তবে এর পাশাপাশি দর্শকদের এত ভালবাসার জন্য ধন্যবাদও জানায় জি৫ কর্তৃপক্ষ। এরপর দীর্ঘক্ষণ পরে অবশ্য ফের ঠিক হয় জি৫। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত উচ্ছ্বসিত হয়ে পড়েন সালমান ভক্তরা। নেটদুনিয়ায় অনেকেই এটাকে ভাইজানের সাফল্য হিসেবে আখ্যা দেন।

সালমান খান ও দিশা পাটানি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে’। ছবিতে সালমান খান ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।