বগুড়ায় ৫৭ নমুনায় শনাক্ত ১০

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ মে ২০২১ ০৬:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১০ বার।

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় ৫৭টি নমুনার ফলাফলে নতুন করে ১০জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৭দশমিক ৫৪শতাংশ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১৭জন। নতুন আক্রান্ত ১০জনের সবাই সদরের বাসিন্দা। শুক্রবার  দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায়  ১২২নমুনায় ১২জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছিল। 

তিনি জানান, ১৩ মে, শুধুমাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৭টি নমুনায় ১০জনের পজিটিভ  এসেছে। 

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৪৪জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ২৭৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ৩০৬জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৬৩জন।