বাবার জন্য অক্সিজেন চাইতে গিয়ে মিলল ‘কুপ্রস্তাব’!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২১ ০৭:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১ বার।

প্রতিবেশীর কাছে গিয়েছিলেন মুমূর্ষু বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার চাইতে। জানতে পারলেন, সেখানে পাওয়া যাবে। তবে ‘শরীরের’ বিনিময়ে। ভারতের ওড়িশায় ঘটা এমন ঘটনাই সম্প্রতি সামনে এসেছে। 

এই সংক্রান্ত একটি টুইটও ভাইরাল হয়েছে। ভাবরিন কান্ডারি নামে এক মহিলা জানিয়েছেন, তার বন্ধুর বোন সম্প্রতি একটি অভিজাত এলাকায় এই ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

নেটাগরিকদের অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারে। কেউ ওই ব্যক্তির উচিত শাস্তির কথা বলেছেন। কেউ পুলিশে অভিযোগ দিতে বলেছেন। সামগ্রিকভাবে সমাজ এবং একশ্রেণির মানুষের নৈতিকতার যে পতন, সে কথাই উঠে এসেছে রিটুইটগুলোতে।

করোনাকালে মানুষের অসহায়তার সুযোগে একশ্রেণির মানুষ ওষুধ, অক্সিজেনের কালোবাজারিতে আর্থিক মুনাফা করার চেষ্টা করছেন। এমন বহু চিত্র ভারতজুড়ে দেখা যাচ্ছে। এবার খবর এল আরও অমানবিক এক চিত্রের। 

যদিও এই করোনাকালেই এর উল্টো ছবিও দেখা গেছে অনেক জায়গায়। নিজের জীবন বিপন্ন করেও বহু মানুষ এগিয়ে এসেছেন তাদের শ্রম এবং সামর্থ্য নিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।