আলতাফুন্নেছা খেলার মাঠে চলবে ৯ মার্চ পর্যন্ত

বগুড়ায় রোববার থেকে ৭ দিনের এসএমই মেলা শুরু হচ্ছে

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০২ মার্চ ২০১৯ ১৩:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫০ বার।

 
বগুড়ায় ৭ দিনের আঞ্চলিক এসএমই [স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ] পণ্য মেলা শুরু হচ্ছে রোববার।  শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এ মেলা চলবে ৯ মার্চ পর্যন্ত। শনিবার বিকেলে বগুড়া সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ তথ্য জানিয়ে বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়েই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় মোট ৫৬টি স্টল থাকার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বুটিক-হস্ত শিল্প, কৃষিজাত পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত পণ্যের পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের সহায়তায় দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত সব ধরনের পণ্য স্থান পাবে। এছাড়া মেলা প্রাঙ্গণে দর্শকদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, রোববার সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র‌্যালী শেষে বগুড়া-১ আসনের সাংসদ আব্দুল মান্নান মেলার উদ্বোধন করবেন। তিনি বলেন, উদ্বোধনী দিনের পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
সংবাদ সম্মেলনে মেলার আয়োজক এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মারেজা ফারজিন রেজা জানান, মেলায় শুধু দেশীয় উৎপাদনকারীঅথবা সেবামূলক ক্ষুদ্র ও মাঝারী শিল্পই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পাবে। অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানা ইসলাম জানান, ইতিপূর্বে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মেলায় স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠান আবেদন করেছেন তাদেরকে স্টল দেওয়া হয়েছে।’