নেইমারের "ডাইভ টিচার" তার বাবা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০১৯ ১৪:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩০ বার।

নেইমার শুধু ভালো খেলেন না ভালো ডাইভও দেন। ডাইভ দিয়ে তাকে ট্যাকল করা হয়েছে সেটা আবার অভিনয় করে প্রমাণও করেন। কিংবা প্রমাণের চেষ্টা করেন। রাশিয়া বিশ্বকাপে পুরোপুরি আবিষ্কৃত হয়েছেন এই ডাইভ দেওয়া নেইমার। ক্লাবের হয়েও পরে নেইমারের এই কান্ড দেখা গেছে। এক সময় তো নেইমার সত্যি ব্যথা পেয়েছেন নাকি অভিনয় করছেন সেটা নিয়েই ধাঁধাঁ তৈরি হয়। তবে এবার তার ডাইভের আসল খবর বেরিয়ে এসেছে! 

নেইমারের বাবা জানিয়েছেন, এটা অভিনয় নয়। ডাইভও নয়। এটা নেইমারের হাতিয়ার। ইনজুরির হাত থেকে রক্ষাকবচ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'তার চোট এড়ানোর জন্য আমি তাকে এটা শিখিয়েছি। তাকে বলেছি, যদি দেখ তোমার চোট পাওয়ার শঙ্কা আছে, তবে বাতাসে লাফ দেবে। মাঠে সুন্দরভাবে পড়ে গড়াগড়ি দেবে। এমন করলে কেউ আর তোমার হাত-পা ভাঙবে না।'

নেইমার সিনিয়রের কৌশল খুব একটা কাজে দিয়েছে বলা যাচ্ছে না। বছরের ব্যবধানে দু'বার বড়সড় চোটে পড়েছেন তার ছেলে। ছোট খাটো ছোট আগেও ছিল। বিশ্বকাপের আগে তার ডান পায়ের মেটাটারসালে অস্ত্রোপচার হয় ব্রাজিলে। এখনও তিনি একই চোটে আছেন মাঠের বাইরে। পিএসজির হয়ে খেলতে নেমে ডান পায়ের পঞ্চম মেটাটারসালে ফের আঘাত পেয়েছেন। পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে আছেন ব্রাজিলিয়ান সেনসেশন। 

নেইমারের বাবা তার ছেলের ডাইভের মধ্যে অভিনয়ের কিছু দেখছেন না, 'লোকেরা এটাকে ডাইভ কিংবা অভিনয় বলে। আসলে সে ডাইভও দেয় না অভিনয়ও করে না। এটা স্রেফ একটা কৌশল। ছোটবেলা থেকেই সে এটা করে আসছে। সে যখন একাডেমিতে খেলত, তখন থেকেই এটা করতে জানত।'

নেইমারের ছেলেবেলা ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে কেটেছে। সান্তোস দাপাতে থাকা নেইমার তখন থেকেই চোট মুক্ত থাকতে ডাইভ কৌশল অবলম্বন করেন। তার বাবা বলেন, 'আমি জানি আমার ছেলে শারীরিকভাবে ততটা শক্তিশালী নয়। তাই চোট এড়িয়ে মাঠে খেলতে হলে, লড়াইয়ে জিততে হলে কিছু কৌশল মেনে চলতে হবে। এটাকে আপনারা ডাইভ বলবেন না।'